ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভোলাহাটের সরকারী হাসপাতালে অসুস্থ্য হয়ে আসা রোগীদের সাথে দায়িত্ব প্রাপ্ত ডাক্তার চরম দূর্ব্যবহার করায় রোববার বেলা ১১টার সময় ভুক্তভূগী রোগীদের তোপের মূখে পড়তে হয় এক ডাক্তারকে।
রোববার বেলা ১১ টার সময় চিকিৎসা সেবা পেতে গোহালবাড়ী গ্রামের এক রোগী সফিকুল স্বাস্থ্য কমপ্লেক্সে এসে যথারীতি ৫টাকা মূল্যের টিকিট নিয়ে চিকিৎসার জন্য ডাক্তার মন্জুরের অফিস কক্ষের প্রবেশ পথে লম্বা লাইনে শতাধীক রোগীর সাথে দাঁড়িয়ে থাকা অবস্থায় রোগীদের হৈ চৈ’র শব্দ পেয়ে ডাক্তার মন্জুর তাঁর চেয়ার ছেড়ে বাইরে বের হয়ে ঐ রোগীর সার্টের কলার ধরে জোর করে তার কক্ষে নিয়ে হেনস্থা করলে ভূক্তভূগী রোগীরা উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায় উপজেলার বিভিন্ন পেশাজীবিরাও উপস্থিত হয়ে ডাক্তার মন্জুরের আচরণে ক্ষোভ প্রকাশ করে তাঁর বদলীর আবেদন করেন। উত্তেজিত এলাকাবাসীরা এক পর্যায়ে প্রতিকারের আশায় স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোহম্মদ আলী আকবর সরকারের কাছে ছুটে যান এবং ঐ ডাক্তারের অপসারণের দাবী জানান। এ ঘটনায় ডাক্তার মন্জুরের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হয়নি। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসা করার কথা জানান। তবে উত্তেজিত ভূক্তভূগীরা ঐ ডাক্তারকে দ্রুত শাস্তিমূলক বদলী করে নতুন ডাক্তার দেয়ার দাবী করেছেন।
