রবিবার , ৩ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফরিদপুর-৪ আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী আবুল হোসেনের গনসংযোগ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৩ ৯:৪৮ অপরাহ্ণ

Faridpur+Mapচরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা : ফরিদপুর- ৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে ব্যাপক গণসংযোগ করে চলেছেন দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান  আবুল হোসেন।
জানা যায়, দশম জাতীয় সংসদ নিবাচনের জন্য ফরিদপুর-৪ আসন থেকে তার মনোনয়ন প্রায় চুড়ান্ত করে রাখা হয়েছে। তিনি দুর্গাপুজা, ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর ৩ উপজেলার জাতীয় পার্টির তৃণমুল নেতাকর্মীদের সাথে নিবাচনী কৌশল নিয়ে আলাপ আলোচনা করে চলেছেন। শনিবার দুপুরে চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের গাজিরটেক সরকারী প্রাথমিক বিদ্যলয় মাঠে চরভদ্রাসন-সদরপুর নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে এক মিলাদ মাহফিলে অংশ গ্রহন করেন। বিকেলে উপজেলা চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন তিনি। এতে সভাপত্বিত করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামরুল মোল্যা। বক্তব্য রাখেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক আবুল কালাম, রউফ বেপারী, সেক কালাম প্রমুখ।  ওই সময় বক্তারা ৮৪ থেকে ৯০ পর্যন্ত সময়কে স্বর্ণের যুগ আখ্যা দিয়ে বলেন, এ দেশের জনগন আবারও লাঙ্গলে ভোট দিয়ে তা প্রমান করবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!