স্টাফ রিপোর্টার : সরকারের নতুন প্রণীত গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ জারি করার প্রতিবাদে শেরপুরে সংবাদ সম্মেলন করেছে গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি। ৩ নভেম্বর রবিবার বিকেলে ব্যাংকের শেরপুর জোনের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে শহরের বাগরাকসাস্থ গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীর পক্ষে কর্মচারী সমিতির শেরপুর জোনের সভাপতি এটিএম জিল্লুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ইব্রাহীম খান ও স্থানীয় জোন প্রতিনিধি টোকনুজ্জামান। এসময় ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার অবিলম্বে ওই আইন বাতিল না করলে সারা দেশের ন্যায় গ্রামীণ ব্যাংকের শেরপুর জোনে ৬১ টি শাখার ১ লক্ষ ১৫ হাজার সদস্য আন্দোলনে শরিক হবে।


নকলায় গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ এর বিরুদ্ধে প্রতিবাদ সভা
জাহাঙ্গীর হোসেন, নকলা, (শেরপুর) : গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ এর বিরুদ্ধে গ্রামীণ ব্যাংক শেরপুর জেলার নকলা এরিয়া কার্যালয়ে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে কর্মচারী সমিতি গতকাল রবিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় এক প্রতিবাদ সভার আয়োজন করে।
গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ১৯৭৬ সাল থেকে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত হয়ে আসছে এবং দরিদ্র্যজনগোষ্ঠীর স্বার্থে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির কাজের স্বীকৃতি স্বরূপ ২০০৬ সালের ১৩ আক্টোবর শান্তিতে নোবেল পুরষ্কারে ভূষিত হয়। এ পুরষ্কার দেশের জন্য সুনাম বয়ে আনে। বর্তমানে গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ জারি হলে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে।
bKjvq MÖvgxY e¨vsK AvBb 2013 Gi wei“‡× cÖwZev` mfv
Rvnv½xi †nv‡mb, bKjv, (†kicyi) : MÖvgxY e¨vsK AvBb 2013 Gi wei“‡× MÖvgxY e¨vsK †kicyi †Rjvi bKjv Gwiqv Kvh©vj‡q e¨vs‡Ki Kg©KZ©v I Kg©Pvix‡`i cÿ †_‡K Kg©Pvix mwgwZ MZKvj iweevi (2 †m‡Þ¤^i) weKvj 3 Uvq GK cÖwZev` mfvi Av‡qvRb K‡i|
MÖvgxY e¨vs‡Ki ‡K›`ª e¨e¯’vcK nvwdRyi ingv‡bi mfvcwZ‡Z¡ cÖwZev` mfvq e³viv e‡jb, 1976 mvj †_‡K MÖvgxY e¨vs‡Ki Kvh©µg myôfv‡e cwiPvwjZ n‡q Avm‡Q Ges `wi`ª¨Rb‡Mvôxi ¯^v‡_© cÖwZôvbwU KvR K‡i hv‡”Q| cÖwZôvbwUi Kv‡Ri ¯^xK…wZ ¯^iƒc 2006 mv‡ji 13 Av‡±vei kvwšÍ‡Z †bv‡ej cyi®‹v‡i f‚wlZ nq| G cyi®‹vi †`‡ki Rb¨ mybvg e‡q Av‡b| eZ©gv‡b MÖvgxY e¨vsK AvBb 2013 Rvwi n‡j cÖwZôv‡bi Kvh©µg cwiPvjbvi †¶‡Î mgm¨vi m„wó n‡e|
