ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে পাবলিক পে¬স ও পরিবহনে ধুমপান, তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর রবিবার সকালে বেসরকারি সংস্থা এডিসি ও এন্টি টোবাকো মিডিয়া এলায়েন্স এর যৌথ আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মো: আব্দুল লতিফ। আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সভাপতি আখতার হোসেন রাজা ও এডিসি’র কো-অর্ডিনেটর এহসানুল হক ইমন। এসময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনকে ধুমপান মুক্ত করতে করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
