আজহারুল হক, গফরগাঁও : জয়নুল শিশু চারুপীঠের ২৫০জন শিশুর মধ্য থেকে ৭৫ জন শিশু শিল্পীর মোট ১০২টি চিত্রকর্ম নিয়ে শনিবার থেকে সাত দিনব্যাপী দ্বিতীয় বার্ষিক চিত্রকর্ম প্রদর্শনী ‘আত্ম পরিচয়ের সন্ধানে-২’ শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার হলরুমে উদ্বোধন করা হয়েছে। প্রদর্শনী বেলা ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে চারুপীঠের শিশুদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিলাহ ফারুকী, বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের পৌর মেয়র মো: ইকরামুল হক টিটু, টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যাপক শিল্পী আমিরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যপক ও বিভাগীয় প্রধান অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুপীঠের প্রধান ও সংগ্রহশালার উপ-কীপার ড.বিজয় কৃষ্ণ বণিক।
