চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পাচারকালে শতাধিক কেজি ইলিশ আটক করেছে বিজিবি। ২ নভেম্বর শনিবার রাতে উপজেলার সীমান্তবর্তী হরিপুর এলাকা থেকে ওই ইলিশ আটক করা হয়। আটককৃত ইলিশের মূল্য প্রায় ১ লক্ষাধিক টাকা।
বিজিবি জানায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮ টার দিকে জীবননগর গয়েশপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার খোরশেদ আলমের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্তবর্তী হরিপুর এলাকায় অভিযান চালালে দুই অজ্ঞাত চোরাচালানী একটি ভ্যান ফেলে পালিয়ে যায়। পরে ভ্যানে তল্লাশি চালিয়ে ১শ ৬ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। ইলিশ মাছগুলো রাতেই নিলামে বিক্রি করে দেওয়া হয়।
