ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা : ছাতকে ‘সেবায় জাগো নওজোয়ান’ সংগঠনের উদ্যোগে তরুন লেখক আমির হামজা জীবনকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিকালে ছাতক ডিগ্রী কলেজে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। যুব নেতা নজরুল চৌধুরীর সভাপতিত্বে ও অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী হাজী খছরু মিয়া। বক্তব্য রাখেন, যুবনেতা সাদমান মাহমুদ সানি, দানিয়া নিজামী জন, বাবলু আহমদ, নাসিম বাবু, মিরওয়াজ ইব্রাহিম, মঞ্জুর আহমদ অলি, শাওন আহমদ, জিলুর রহমান জিলু, আহসান আহমদ, বাছিত আলম, চান মিয়া, রুহুল আমীন ফাহিম, নোবেল, সম্রাট, অমিত, মাছুম প্রমুুখ।
