মেহের আমজাদ, মেহেরপুর : মিথ্যা মামলা প্রত্যাহার, গণগ্রেফতার বন্ধ ও কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর ১৮ দলীয় জোট। ২ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার সময় আমঝুপি বাজারে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মাসুদ অরুণ, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, জামায়াতের ভারপ্রাপ্ত আমির সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ। সমাবেশ শেষে আমঝুপি বাজার থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি আমঝুপি বাজারের সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। সমাবেশ ও মিছিলে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।