মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের গাংনী ডিগ্রী কলেজের এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে রিংকু মিয়া (১৯) নামের এক যুবককে ১ বছরের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ২ নভেম্বর শনিবার দুপুর ১টার দিকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালামের ভ্রাম্যমান আদালত এ আদেশ প্রদান করেন। এদিকে উক্তত্যের প্রতিবাদ করায় ছাত্রীর ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে বখাটেরা।
ভ্রাম্যমান আদালত ও পুলিশ সুত্রে জানা গেছে, গাংনী ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী চৌগাছা গ্রামের ওই মেয়েকে শনিবার বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে উত্যক্ত করে বহিরাগত শিশিরপাড়া গ্রামের রিংকু মিয়া। খবর পেয়ে ছাত্রীর পিতা ও চাচাতো ভাই তানভীর হোসেন কলেজ ক্যাম্পাসে গিয়ে প্রতিবাদ করায় বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তানভিরকে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রিংকুসহ তার সঙ্গীরা। তানভিরকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় প্রথমে কুষ্টিয়া এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
এদিকে ওই ঘটনার পর গাংনী থানা পুলিশ গাংনী শহর থেকে রিংকুকে গ্রেফতার করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রিংকুকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডবিধির ৫০৯ ধারায় এ আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম।