শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেইসবুকে মহানবী (সা.) সম্পর্কে কটুক্তির অভিযোগে পাবনায় ভাংচুর, অগ্নিসংযোগ : মহাসড়ক অবরোধ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ৯:২৩ অপরাহ্ণ

Pabna Photo-1পাবনা প্রতিনিধি : ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তির অভিযোগে পাবনার বনগ্রামে উত্তেজিত জনতা কথিত কটুক্তিকারীর রাজিব সাহার বাড়িতে অগ্নিসংযোগ এবং ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের ২৫ টি বাড়ি, ২টি মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ব্যাপক ভাংচুর করেছে। পরে তারা প্রায় ৩ ঘন্টা পাবনা-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে রাখে।  ২ নভেম্বর শনিবার দুপুরে ওই ঘটনা ঘটে। এ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এ ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে  বিপুল পরিমান পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।
জানা যায়, পাবনার বনগ্রামের ব্যবসায়ী বাবলু কুমার সাহার ছেলে মিয়াপুর জসিম উদ্দিন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র রাজিব সাহা (১৭) নামে এক কিশোর ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তি করে বলে চারিদিকে গুজব ছড়িয়ে পড়লে শত শত এলাকাবাসী ওই বাড়িতে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও দমকল বাহিনী এসে আগুন নিভিয়ে পুরো বাড়ি ঘিরে রাখে। এ সময় উত্তেজিত জনতা হিন্দু সম্প্রদায়ের ২৫ টি বাড়ি ও দোকান পাটে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। পরে বেলা ১ টার দিকে এ কথা আরও চারিদিকে ছড়িয়ে গেলে এলাকার শত শত মানুষ পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, উত্তেজিত জনতা স্থানীয় কয়েকটি হিন্দু বাড়ী ও দোকাপাট ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। ঢাকা-পাবনা মহাসড়ক প্রায় ৩ ঘন্টা অবরোধ করে রাখে জনতা। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
সাঁিথয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, উত্তেজিত জনগণ যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় তার জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বনগ্রামসহ আশ পাশের গ্রাম গুলোতে উত্তেজনা বিরাজ করছে। মিয়াপুর জসিম উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনে নিজে রাজিবের বাড়ী গিয়েছিলাম জানার জন্য। কিন্তু হাজার হাজার মানুষ দেখে আমি ফিরে এসেছি।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, মহানবী (সা:) সম্পর্কে আদৌ কোন মন্তব্যে করা হয়েছে কিনা এ ব্যাপারে পুলিশ নিশ্চিত নয়। তবে এ ধরনে গুজব ও পরিস্থিতি সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!