পাবনা প্রতিনিধি : ১৮ দলীয় জোটের নেতাকর্মিদের গ্রেফতার প্রতিবাদে ও মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে পাবনা জেলা ১৮দলীয় জোট। ২ নভেম্বর শনিবার সকালে বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মিছিল পাবনা মধ্যে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবনা ট্রাফিক মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পাবনা জেলা বিএনপির সভাপতি ও ১৮ দলের আহবায়ক মেজর অব কেএস মাহমুদের সভাপতিত্বে বক্তব্য ১৮ দলীয় জোটের যুগ্ন আহবায়ক পাবনা জেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান তোতা, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুর রহিম,পাবনা জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান,জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, সদস্য সচিব পাবনা জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু তালেব মন্ডল যুগ্ন আহবায়ক,পাবনা পৌর বিএনপির সভাপতি ও পাবনা পৌর আহবায়ক আলহাজ্ব তৌফিক হাবিব, পাবনা সদর উপজেলা বিএনপির সভাপতি ও পাবনা সদর উপজেলা আহবায়ক একেএম মুসা প্রমুখ।
এদিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা পুলিশ শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে জামায়াতের ইউপি সভাপতিসহ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সাঁথিয়া উপজেলার আর/আতাইকুলা ইউপি জামায়াত সভাপতি পুটিগাড়া গ্রামের আঃ কুদ্দুসের ছেলে শাহাদৎ হোসেন, মাধপুর গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে জামায়াতের ওয়ার্ড সভাপতি সমশের আলী, রঘুনাথপুর গ্রামের আঃ গফুরের ছেলে চাত্রদল নেতা শাখায়াত হোসেন। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম জানান তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রয়েছে।