শ্যামলবাংলা ডেস্ক : পাকিস্তানি তালেবানের প্রধান হাকিমুল্লাহ মেহসুদ উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন। ১ নভেম্বর শুক্রবার গোয়েন্দা কর্মকর্তারা ওই তথ্য নিশ্চিত করেছেন। তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়্ াসাক্ষাতকারে বলেছেন, তালেবান প্রধানের মৃত্যুর বিষয়ে এখনও নিশ্চিত নন তিনি। এমনকি তালেবানের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। খবর ডন, রয়টার্স ও এএফপি’র।
এর আগেও বেশ কয়েকবার হাকিমুল্লাহ মেহসুদের নিহত হওয়ার খবর চাউর হয়েছিল। তবে গতকালের ঘটনাটি নিশ্চিত করেছেন গোয়েন্দা ও সেনা কর্মকর্তারা। এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, তারা নিশ্চিত যে ড্রোন হামলায় হাকিমুল্লাহ মেহসুদ নিহত হয়েছেন।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের প্রধান মেহসুদ আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের একটি মসজিদে বৈঠক শেষে দলবল নিয়ে গাড়িতে করে ফেরার সময় তাঁর গাড়িবহর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ড্রোন। এতে হাকিমুল্লাহ মেহসুদ ছাড়াও তালেবান কমান্ডার আবদুল্লাহ বাহার মেহসুদ, তারিক মেহসুদসহ ৫ জঙ্গি নিহত হন। আহত হন অন্তত: দুজন।