চারঘাট প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় চারঘাটে ১৮ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল শনিবার বিকালে অনুষ্ঠিত হয। বিএনপির সভাপতি আবু সাইদ চাঁদের নেতৃত্বে বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চারঘাট বড়াল ব্রিজের সামনে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসা ভোলা, সাবেক মেয়র বিকুল আলী, চারঘাট শাখার জামায়াতের আমীর অধ্যক্ষ নাজমুল হক, শলুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক মাসুম। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল সভাপতি হুমায়ন কবির ববি, ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক আলমগীর কবির, পৌর সাধারণ সম্পাদক তুহিন সরকার ও হাবিবুর রহমান, বাস্তুহারা দলের সভাপতি সাজ্জাদ হোসেন শিপন, জামায়াত কর্মী শোয়েব আলীসহ বিভিন্ন ইউনিয়নের নেতকর্মী বৃন্দ। আবু সাইদ চাঁদ বলেন, দলীয় স্বার্থে তিন দিনের হরতাল সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
