শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাটমোহরে মরহুম আজগর আলী স্মৃতি ফুটবল টূর্নামেন্টে পাবনা চ্যাম্পিয়ন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ৬:৪১ অপরাহ্ণ

football-ball-1চাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহর উপজেলার হরিপুর খেলার মাঠে আয়োজিত মরহুম আজগর আলী স্মৃতি ফুটবল টূর্নামেন্টের ৬ষ্ঠ আসরে পাবনা ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পাবনা ফুটবল ক্লাব টাইব্রেকারে ৫-৪ গোলে ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের খেলা ০-০ গোলে ড্র হয়।
টাইব্রেকারে পাবনার পক্ষে গোল করেন আমিন, শামীম, রতন, ইমন ও রুমন এবং ভাঙ্গুড়ার পক্ষে গোল করেন ফরিদ, আইজ্যাক, কমল ও পলাশ। ফাইনাল খেলায় সেরা খেলেয়ার নির্বাচিত হন পাবনা ফুটবল ক্লাবের গোল রক্ষক মিলন। খেলায় প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন পাবনা জেলা ক্রীড়া সংস্থার রেফারী সারোয়ার হোসেন সাগর। তার সহযোগী রেফারী ছিলেন বিবেক রায় ও আবু বকর সিদ্দিক।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন। হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা বিএমও ও স্বাচিপ সভাপতি ডা. গোলজার হোসেন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকটে সামসুদ্দিন খবির, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান মো. বাকি বিল­াহ, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, সাধারন সম্পাদক আব্দুল মালেক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সী, আওয়ামী লীগ নেতা মো. নাজিমুদ্দিন।
চ্যাম্পিয়ন দলকে ৩৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকা প্রাইজমানী পুরস্কার দেওয়া হয়। হরিপুর জিন্না স্মৃতি ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজিত নকআউট ভিত্তিক এই টূর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন। ফাইনাল খেলা দেখতে পাবনা, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, আটঘরিয়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর, জোনাইল সহ বিভিন্ন এলাকার কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!