চাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহরে পানিতে ডুবে ইমন হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামের আলতাব হোসেনের ছেলে। জানা গেছে, শুক্রবার বিকেলে ইমন বাড়ির আঙ্গিনার পুকুর পাড়ে খেলছিল। খেলার ছলে পা পিছলে পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজখুজির পর ভাসমান অবস্থান ইমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।