কেশবপুর (যশোর) : কেশবপুর পৌরসভার উদ্যোগে ২০১২-১৩ শিক্ষাবর্ষের এইচএসসি/আলিম, এসএসসি/দাখিল, জেএসসি/জেডিসি ও ৫ম শ্রেণীর সমাপণী পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান শনিবার সকালে পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার। পৌর সচিব তৌহিদুল আলমের সঞ্চালনায় সম্বর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর পলীবিদ্যুৎ অফিসের ডিজিএম বরকতউলা, পাইলট কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আছাদুজ্জামান, অধ্যাপক আব্দুল বারী, কাউন্সিলর মশিয়ার রহমান, কুতবউদ্দীন বিশ্বাস, অধ্যক্ষ আব্দুল গফুর প্রমুখ। অনুষ্ঠান শেষে কেশবপুর পৌর এলাকার ১৫৪জন কৃতি ছাত্র-ছাত্রীকে ক্রেস্ট প্রদান করা হয়।