শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ফোনালাপ প্রকাশের দায়ে তথ্যমন্ত্রীর বিচার দাবি করলেন ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ৭:৫৬ অপরাহ্ণ

Mirja fakrulশ্যামলবাংলা ডেস্ক : এবার দুই নেত্রীর ফোনালাপের রেকর্ড গণমাধ্যমে প্রকাশ করার দায়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিচার ও পদত্যাগ দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ওই কাজে সহযোগিতা করায় প্রধানমন্ত্রীরও পদত্যাগ করা উচিত বলে দাবি করেন তিনি। ফখরুল ২ নভেম্বর শনিবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের উদ্যোগে আয়োজিত ‘আক্রান্ত গণমাধ্যম: সংকটের আবর্তে দেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় ওইসব কথা বলেন।  এসময় তিনি অভিযোগ করে বলেন, আজ শুধু গণমাধ্যমই আক্রান্ত নয়, বাংলাদেশের অস্তিত্ব আক্রান্ত। একদিকে সরকার গণতন্ত্রের কথা বলে, অন্যদিকে কাজ করছেন গণতন্ত্রবিরোধী। মাহমুদুর রহমান ও ফরহাদ মাজহারকে যে অভিযোগে অভিযুক্ত করছেন, আপনারাও সেই অভিযোগে অভিযুক্ত। আপনাদের কোনো শাস্তি হয় না। কিন্তু কেউ আপনাদের মতের বিরুদ্ধে ভিন্নমত পোষণ করলে তাদেরই আক্রমণ করা হচ্ছে। এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার ১৯৭৫ সালে পত্রিকা বন্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। এটাই আওয়ামী লীগের চরিত্র।
ঢাকা সাংবাদিক ইউনিযনের সভাপতি কবি আব্দুল হাই শিকদারের সঞ্চালনায় এ গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদ, উপ-ভিসি আ স ম ইউসুফ হায়দার, সাবেক বিচারপতি আব্দুর রউফ, বঙ্গবীর কাদের সিদ্দিকী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালযের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, সাংবাদিক ফরহাদ মজহার, সাংবাদিক শফিক রেহমান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!