নওগাঁ প্রতিনিধি: নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবী আদায়ের লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে ১৮দলের বিক্ষোভ সমাবেস পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাহেবগঞ্জ থানা বিএনপির দলীয় কার্যালয় থেকে এক বণার্ঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আত্রাই রেল ষ্টেশন এক পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন, আত্রাই থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হাকিম। উক্ত পথ সভায় বক্তব্য রাখেন, আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক পিন্টু, সহ-সভাপতি বীর মুক্তি যোদ্ধা আব্দুল মান্নান, জামায়েত ইসলাম আত্রাই শাখার সভাপতি মোঃ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মোঃ খবিরুল ইসলাম, ছাত্র শিবিরের নেতা হারুনুর রশিদ, যুবদলের সভাপতি শেখ একরামুল বারী রঞ্জু, সাধারণ সম্পাদক পারভেজ ইকবাল, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ন-আহবায়ক অফিজ উদ্দিন মাষ্টার, মনিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আল-আমীন, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম সরদার, থানা ছাত্র দলের আহবায়ক রায়হান কবির রতন, মহিলা দলের নেত্রী আঙ্গুরী বেগম প্রমুখ।