হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ উদ্যোগে ১ লা নভেম্বর শুক্রবার সকালে “প্রশিক্ষিত যুব শক্তি উন্নয়নের দৃঢ় শক্তি’’ এ শ্লোগানকে সামনে রেখে প্রশিক্ষিত বেকার যুবক, যুব আত্ম সংগঠকদের নিয়ে র্যালীসহ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির স্বপন। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো:জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কাসেম,পলী দারিদ্র বিমোচন কর্মকর্তা আ: রউফ প্রমুখ। অনুষ্টানটি পরিচালনা করেন ক্রেডিট সুপারভাইজার মো: শহিদুজ্জমান।
