এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে এক ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ৯টি প্রতিষ্ঠানের সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১ নভেম্বর শুক্রবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সৈয়দপুর শহরে ওই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় নাটোর দই ঘর ২ হাজার টাকা, শাহজালাল হোটেল এন্ড রেষ্টুরেন্টের ১ হাজার টাকা, পাহলোয়ান হোটেলের ১ হাজার টাকা, নিরিবিলি হোটেল এন্ড রেষ্টুরেন্টের ২ হাজার টাকা, গাউসিয়া হোটেল এন্ড সুইটমিটের ২ হাজার টাকা, আল-সামস হোটেলের ১ হাজার টাকা, বিক্রমপুর ফল ভান্ডারের ৫শ টাকা, গরীবুল¬াহ ফল ভান্ডারের ৩ হাজার টাকা, শাহ আলী ফল ভান্ডারের ৫ শ টাকা জরিমানা করা হয়। হোটেল রেস্তে^ারায় অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরি করে পচাবাসি খাবার পরিবেশন এবং আঙ্গুর, আপেল ও মালটায় মাত্রাতিরিক্ত ফরমালিন মেশানোর অভিযোগে ওইসব প্রতিষ্ঠানের জরিমানা করা হয়। এ ভেজাল বিরোধী অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মকবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারি পরিচালক মমতাজ বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল।