শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতন্ত্রকে সরকার ধ্বংস করে দিয়েছে । গণতন্ত্রকে রক্ষা করতে হলে, নিপীড়ন-নির্যাতন থেকে রক্ষা পেতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। অন্য কোনো পথ খোলা নেই। ১ নভেম্বর শুক্রবার নয়া পল্টনে ১৮ দলীয় জোটের গায়েবানা জানাজা কর্মসূচির আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ওই কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, স্বৈরাচার সরকারের পেটুয়া বাহিনী আমাদের ২০ জন কর্মী-সমর্থককে হত্যা করেছে। শহীদদের রক্তের শপথ নিয়ে চলমান আন্দোলনকে চূড়ান্ত পর্যায় নিয়ে যেতে হবে।
শুক্রবার আসর নামাজের পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে গায়েবানা জানাজায় অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, রুহুল আলম চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অধ্যাপক জেড এম জাহিদ হোসেন, আমান উলাহ আমান, বরকত উলাহ বুলুসহ ১৮ দলীয় জোটের কয়েকশ নেতাকর্মী জানাজায় অংশ নেন।
