স্টাফ রিপোর্টার : ‘প্রশিক্ষিত যুব শক্তি, উন্নয়নের দৃঢ় ভিত্তি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর শুক্রবার সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি অঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রোকন উদ্দিন ভূঞার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মেহেদুল করিম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন কুমার পাল। পরে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে ঋণের চেক বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।