মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলা যুবলীগ সভাপতি ও মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন বখশকে ডাকযোগে চিঠির মাধ্যমে অজ্ঞাত পরিচয়কারী দূর্বৃত্তরা হুমকি প্রদান করেছে। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে ডাকযোগে চিঠিটি পান । মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন বখশ জানান, চিঠিটি খুলে দেখতে পান একটি সাদা কাগজে লেখা রয়েছে, তোমার সময় শেষ, মৃত্যুর জন্য প্রস্তুত হও। পত্রের সাথে সাদা কাপনের টুকরা কাপড় রয়েছে। এ হুমকির ঘটনায় তিনি রাজনগর থানায় একটি সাধারন ডাইরী করেন। এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ কামরুল হাসান জানান, চেয়াম্যানকে হুমকি দিয়ে লেখা পত্র অনুযাযী থানায় সাধারন ডাইরী হয়েছে । বিষয়টি তদন্ত কওে দূর্বৃত্তদের বাহিরকরার চেষ্টা করা হবে ।
