মো. খুরশিদ আলম, চাঁদপুর : আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পরও বিএনপি তাতে সাড়া দিচ্ছে না। তবে তারা সর্বদলীয় সরকারে যোগ না দিলেও সরকার বসে থাকবে না, অন্যান্য দল নিয়েই সেই সরকার গঠিত হবে।
তিনি ১ নভেম্বর শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়ার বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় ওই কথা বলেন। এ সময় তিনি বলেন, এ সর্বদলীয় সরকার গঠন প্রক্রিয়ায় যারা বাধা সৃষ্টি করবে, তারা গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু। সরকার দেশের সংবিধান রক্ষায় ওই শত্রুদের সর্বাত্মক শক্তি দিয়ে দমন করতে বদ্ধপরিকর। তিনি আশা প্রকাশ করেন, দেশের সকল জনগণ ওই প্রতিহত প্রক্রিয়ায় সহযোগিতার জন্য অংশগ্রহণ করবে।
মন্ত্রী এর আগে বাসাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনুভূমিক সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নিজ বাড়ি গুলবাহারে স্থানীয় যুবলীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময়ে মিলিত হন।