শুক্রবার , ১ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১, ২০১৩ ৭:০৯ অপরাহ্ণ

youngpicজাহাঙ্গীর আলম তালুকদার, নালিতাবাড়ী (শেরপুর) : ‘প্রশিক্ষিত যুব শক্তি, উন্নয়নের দৃঢ় ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১ নভেম্বর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা ও বণার্ঢ্য র‌্যালি বের করা হয়।
শুক্রবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব দিবসের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে যুব দিবসে তিনি যুবকদের উন্নয়নে সরকারের বিভিন্ন ্কর্মকান্ডের কথা তুলে ধরেন। উপজেলা র্নিবাহী অফিসার আবেদ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু জুলহাস, উপজেলা সমবায় অফিসার আব্দুর রহিম, যুবলীগ নেতা আতিকুর রহমান মানিক,হাফিজুল হক হাফিজ,সহ যুব উন্নয় অধিদপ্তরে বিভিন্ন কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ যুব সংগঠনের সদস্যরা।

ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত

Shamol Bangla Ads

খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “প্রশিক্ষিত যুব শক্তি, উন্নয়নের দৃঢ় ভিত্তি” ১ নভেম্বর শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস একেএম শরাফত উদ্দিন, তোফাজ্জল হোসেন, সৈয়দ খাইরুল আলম, মুক্তি কল্যাণ সংস্থার সভাপতি হুমায়ূন খান, প্রভাতী সমাজ কল্যাণ সংগঠনে সভাপতি জমশেদ আলী, আদর্শ যুব সাথী সংস্থার সভাপতি আব্দুস সাত্তার, জুলগাঁও আদর্শ উন্নয়ন সংঘ সভানেত্রী রহিমা বেগম, সাদা মাষ্টার প্রমূখ। আলোচনা অনুষ্ঠানের আগে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনের পর পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

নকলায় জাতীয় যুব দিবস পালিত

ইউসূফ আলী মন্ডল, নকলা (শেরপুর) : ‘দক্ষ যুব শক্তি, উন্নয়নের দৃঢ় ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১ নভেম্বর শুক্রবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বণার্ঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম রেনু, উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম.খালিদ ইফতেখার, যুব উন্নয়ন কর্মকর্তা আবু জুলহাস, ক্রেডিট সুপারভাইজার মাহফুজুল আহসান (বাবু), প্রেস ক্লাব সম্পাদক ইউসুফ আলী মন্ডল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 শ্রীবরদীতে যুব দিবস পালিত

Shamol Bangla Ads

MPশ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : বর্ণাঢ্য র‌্যালী, সমাবেশ ও আলোচনা সভার মধ্যে দিয়ে শেরপুরের শ্রীবরদীতে যুব দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর শুক্রবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর সহযোগিতায় অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান।
উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলশান আরা। বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম বেপারি, এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উপজেলা শাখার প্রজেক্ট অফিসার উজ্জল রেমা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ও মোহনা টিভি জেলা প্রতিনিধি রেজাউল করিম প্রমূখ। অনুষ্ঠানে প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মাঝে  সনদ ও ঋন  বিতরণ করা হয়।

 

 

 

 

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!