ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে বিএনপি-জামাতের নৈরাজ্য, হত্যা,বোমাবাজি ও ভাংচুরের প্রতিবাদে নওগাঁর ধামইরহাটে আওয়ামীলীগের বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১ নভেম্বর দুপুরের পরে প্রথমে ধামইরহাট ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি এটিএম বদিউল আলমের নেতৃত্বে ২ সহস্রাধিক নেতাকর্মীর যোগদানের মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মী সমর্থক ছেলে-বুড়ো নারী-পুরুষের সমন্বয়ে উপজেলার সকল রাস্তাঘাট কানায় কানায় ভরে উঠে। বিকেল ৪ টায় ধামইরহাট বাজার ফুটবল মাঠ থেকে একটি বিশাল র্যালী নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকারের নেতৃত্বে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। প্রায় ৩ কিলোমিটার জুড়ে রাস্তায় মিছিলটি ভরপুর ছিল।
বিক্ষোভ মিছিল শেষে আমাইতাড়া মোড়ে উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেনের সভাপতিত্বে এক জনসমুদ্রে প্রধান অতিথির বক্তব্যে এমপি শহীদুজ্জামান সরকার বলেন, “বিএনপি-জামাতের নৈরাজ্য আ’লীগ প্রতিহত করার ক্ষমতা রাখে, এখন থেকে আ’লীগের ১টি কর্মীর উপর হামলা হলে, তাদেরও দাঁতভাঙ্গা জবাব দিয়ে দিবেন।” এ সময় ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমান, অধ্যক্ষ শহীদুল ইসলাম, নজিপুর পৌরসভার সাবেক পৌর মেয়র আমিনুল হক, ধামইরহাট উপজেলা আ’লীগ নেতা ওবায়দুল হক, আজাহার আলী, এ্যাডঃ আইয়ুব হোসেন, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল, আবু ওয়াদুদ শ্যামা, ইউনিয়ন আ’লীগ নেতা কামরুজ্জামান, যুবলীগ নেতা জাবিদ হোসেন মৃদু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান, ছাত্রলীগ সভাপতি হুমায়ন কবির, সম্পাদক সোহেল রানা, ছাত্রলীগ নেতা মিনহাজুল হক শিবলী, পাস্কায়েল হেম্ব্রম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথি আগামী ৫ নভেম্বর নওগাঁর পোরশায় অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিয়ে সভাকে সাফল্য মন্ডিত করার জন্য নেতা-কর্মীদের আহবান জানান।
