কেশবপুর (যশোর) সংবাদদাতা : দেশ ব্যাপী বিএনপি জামায়াতের হরতালের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ১ নভেম্বর শুক্রবার বিকেলে কেশবপুরে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ দৌলৎ বিশ্বাস চত্বরে এক সংক্ষিপ্ত সাবেশে বক্তব্য রাখেন যুবলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক ইকবাল হোসেন খান, আওয়ামীলীগ নেতা গোলাম সরোয়ার, ইব্রাহিম হোসেন,জাহাঙ্গির আলম, মিজানুর রহমান বাবু, যুবলীগ নেতা মুজাহিদুল ইসলাম পান্না, শহিদুজ্জামান শহীদ, শাহারিয়ার শান্টু ,মফিজুর রহমান , তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা কাজী মানিক প্রমুখ।
কেশবপুরে ওয়ারেন্টভুক্ত ১৩ আসামি গ্রেফতার
কেশবপুর (যশোর) সংবাদদাতা : কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভ্ন্নি মামলার পলাতক ১৩ আসামি গ্রেফতার করেছে। পুলিশ জানায়, বৃহষ্পতিবার রাতে অভিযান চালিয়ে মামলার ওয়ারেন্টভুক্ত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার মধ্যকুল গ্রামের আব্দুল করিম গাজী, আব্দুল মজিদ দফাদার, জি এম লুৎফর রহমান, আব্দুল মজিদ গাজী, দেবাশীষ দেবনাথ, এনামুল হক, বেগমপুর গ্রামের হামিদা বেগম, শাহানারা বেগম, আওয়ালগাতি গ্রামের নূরইসলাম , সুজাপুর গ্রামের আইজউদ্দিন ও আকিমুদ্দিন, দেউলী গ্রামের আনছার আলী দফাদার ও মঙ্গলকোট গ্রামের খাত্তাব সরদার । গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট রয়েছে বলে থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান জানান। শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।