তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা সদর থেকে ১৭ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করেছে র্যাব। ১ নভেম্বর শুক্রবার ভোররাতে র্যাব-১১ ব্যাটালিয়নের একটি দল নগরীর বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টারে থাকা জনৈক জাকির হোসেনের বসতঘর থেকে ১টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করে। তবে ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জাকির পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। গৃহকর্তা জাকির হোসেন দীর্ঘদিন যাবত অস্ত্র নিজ দখলে রেখে সন্ত্রাসীমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।