আখি ইসলাম, কাঁঠালিয়া : ‘‘প্রশিক্ষিত যুব শক্তি উন্নয়নের দৃঢ় ভিক্তি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় র্যালী ও আলোচনা সভা সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। র্যালীটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা বি আর ডিবি হল রুমের সামনে এসে শেষ হয়। পরে হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মাদ আমির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার বক্তব্য রাখেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাখাওয়ত হোসেন,মোঃ গোলাম কবির ঝন্টু, মোঃ শাহ আলম,মোঃ জাহিদুল ইসলাম বশির প্রমূখ।
