শুক্রবার , ১ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী জাতীয় নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১, ২০১৩ ৬:০৮ অপরাহ্ণ

66666666666হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। কেউ বেআইনী ভাবে নির্বাচনে বাধা প্রদান করলে প্রশাসন সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবে। বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে। সেই সাথে যুদ্ধপরাধীদের বাঁচানোর জন্যই বিভিন্ন অজুহাতে হরতালসহ নৈরাজ্য মুলক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। তিনি ১ নভেম্বর শুক্রবার বিকেলে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে ভাঙ্গাবাড়ী হাই স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে ওইকথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের কল্যাণের স্বার্থেই বিরোধী দলের নেত্রীকে ফোন করেছিলেন। কিন্তু বিরোধী দলীয় নেত্রী তাতে সারা দিয়ে আলোচনায় না এসে অবৈধ ভাবে হরতালের ডেকে বেশ কয়েকজন নিরহ মানুষকে হত্যা করেছে। তারা ইতিমধ্যেই আন্দোলনের ট্রেন মিস করেছেন। আলোচনার ট্রেনও তারা মিস করার পথে। নির্বাচনের ট্রেন মিস করলে বিএনপি জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। দেশের কল্যানে ও দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে আগামী নির্বাচনে বিরোধী দলকে নির্বাচনে অংশ নেয়া প্রয়োজন। বিএনপি’র একাধিক নেতৃবৃন্দ ইতোমধ্যেই নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। নির্বাচনে অংশ না নিলে বিরোধী দলের নেত্রী তার দলের মধ্যেই বিরাগভাজন হবেন।
মন্ত্রী আরও বলেন, দেশের ইতিহাসে মজাজোট সরকারের আমলেই সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রীকে প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য সকলের প্রতি আহবান জানান।
সমাবেশে বেলকুচির উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে একেএম ইউসুফজী খান, লুৎফর রহমান মাখন, ফজলুল হক সরকার, এ্যাডভোকেট কামরুল ইসলাম শান্তা প্রমুখ বক্তব্য রাখেন।
এÍ আগে সকালে মন্ত্রী বেলকুচি পৌর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এরজিইডি) কর্তৃক  ৫৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, পৌর মেয়র আলহাজ্ব মফিজ উদ্দিন খান লাল, বেলকুচি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাাফিজুর রহমান, মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি কামাল আহমেদ প্রমুখ। দুপুরে মন্ত্রী বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিপ্তরের আয়োজনে ১০জনের মধ্যে ৩ লক্ষাধিক টাকার অনুদান চেক প্রদান করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!