হুমায়ুন কবির মৃধা,সিরাজগঞ্জ ঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মহাজোট সরকার ক্ষমতা গ্রহনের পর থেকেই দেশের কৃষক, দিনমজুর, শ্রমিক, জেলে, আদিবাসী, হরিজনসহ হতদরিদ্র ও প্রান্তিক সব মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এর ধারাবাহিকতায় হতদরিদ্র মৎস্যজীবিদের আত্মনির্ভরশীল করার জন্য সরকার বিনামূল্যে মাছ ধরার জাল ও অন্যান্য উপকরন সরবরাহ করার যে কর্মসূচি গ্রহন করেছে, তার অংশ হিসাবে বেলকুচির তালিকাভুক্ত জেলেদের মধ্যে জাল বিতরন করা হচ্ছে। তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে বিরোধী দলের সকল সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা প্রতিহত করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸান জানান।
বৃহষ্পতিবার সকালে বেলকুচিতে প্রান্তিক মৎস্যজীবিদের মধ্যে মাছ ধরার জাল বিতরন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি একেএম ইউসুফজী খান, সহ সভাপতি লুৎফর রহমান মাখন, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, জেলা মৎস্য কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার, পৌর মেয়র আলহাজ মফিজ উদ্দিন খান লাল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, সুফলভোগি মৎস্যজীবিদের পক্ষে মুলকান্দি চরের আবুল হাসেম দেওয়ান প্রমুখ বক্তব্য দেন।
