খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ৩১ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার রাংটিয়া রেঞ্জের উদ্যোগে স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজ্জাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক চান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের সহকারী বন সংরক্ষক জিএম রফিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা জামিল মোহাম্মদ খান, রাংটিয়া বিট কর্মকর্তা আবু তাহের, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, উপকারভোগী আব্দুর রহমান মাষ্টার প্রমূখ। পরে রাংটিয়া ও মধুটিলা রেঞ্জের ৪টি ফরেস্ট বিটের আওতায় সামাজিক বনায়নের ২শ ৭২ জন উপকার ভোগীর মাঝে ২ কোটি ১০ লক্ষাধিক টাকার চেক বিতরণ করা হয়।