স্টাফ রিপোর্টার : শেরপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী আনছার আলী মোল্লা (৫০) দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ৩১ অক্টোবর বৃহস্পতিবার ভোরে গোপালবাড়ী মহল্লার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে………রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার বাদ আছর নিজ এলাকায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে সংসদ সদস্য আতিউর রহমান আতিক, পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, চেম্বার সভাপতি গোলাম কিবরিয়া লিটন ও জেলা চাউলকল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী আশরাফুল আলম তালুকদার সেলিম গভীর শোক প্রকাশ করেছেন।
