শ্যামলাংলা স্পোর্টস : ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে বড় ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেইসাথে গ্যারেথ বেল ও করিম বেনজেমার জোড়া গোলে সেভিয়াকে ৭-৩ গোলে হারিয়ে লা লিগার শিরোপার লড়াইয়ে টিকে থাকলো ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি। এল ক্লাসিকোতে বার্সার কাছে হারার পর শিরোপা লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছিল রিয়াল। এ জয়ে বার্সার সঙ্গে ব্যবধান দাঁড়ালো ৬ পয়েন্ট।
করিম বেনজেমার বানানো বল গোলপোস্টের উপরের কোণা দিয়ে জালে পাঠিয়ে রিয়ালের গোল বন্যার সূচনা করেন বেল। আধঘণ্টার মধ্যেই ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন ওয়েলসের এই ফরোয়ার্ড। গত মাসে রেকর্ড ১ কোটি ইউরো দিয়ে টটেনহ্যাম থেকে কিনে আনা বেলকে নিয়ে যে সন্দেহ ছিল, তার অবসান হলো এই ম্যাচে। দুটি গোল করা ছাড়াও দুটি গোলে সহায়তা করেছেন তিনি। আর এ ম্যাচেই প্রথমবারের মতো সান্তিয়াগো বার্নাবেউতে শুরুর একাদশে স্থান পান বেল । আর রিয়ালে এই প্রথমবারের মতো পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন তিনি। সেভিয়ার ডিভেন্ডাররা ইসকোকে ফেলে দেয়ায় পাওয়া পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় গোল করে ব্যবধান ৩-০ করেন রোনালদো। তবে বিরতির আগেই পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন রাকিতিচ। এরপর ভিতোলের পাস থেকে ব্যবধান ৩-২ করে সেভিয়াকে খেলায় ফেরান বাক্কা। বিরতির পর পাল্টা এক আক্রমণ থেকে সে সম্ভাবনা উড়িয়ে দেন করিম বেনজেমা। ওই গোলের উৎস বেল রোনালদোর দ্বিতীয় গোলটিতেও অবদান রাখেন। রাকিতিচের দ্বিতীয় গোলে ব্যবধান ৫-৩ করলেও একটু পরই রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের জয় নিশ্চিত হয়ে যায়। বেলের মতোই দেশ ও ক্লাবে ফর্ম নিয়ে ধুকতে থাকা করিম বেনজেমাও দুই গোল করে স্বরূপে ফেরেন। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে মার্সেলোর ক্রস থেকে হেড করে দর্শকদের অনন্য একটি ম্যাচ উপহার দেন ফরাসি এ স্ট্রাইকার। প্রায় ৫০ বছর পর সান্তিয়াগো বার্নাবেউ এক ম্যাচে দেখলো ১০টি গোল।