রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ পরিষদের জনপ্রিয় মেম্বার আবুল কাশেম (৫০) খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে একই পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনুকে। ৩১ অক্টোবর বৃহষ্পতিবার হত্যা মামলার আসামি আনোয়ার হোসেন আনু জামালপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে আসামিকে জেল হাজতে প্রেরণ করে। একই সঙ্গে চেয়ারম্যানের ছোট ভাই রুহুল আমিনকে জেল হাজতে প্রেরণ করে আদালত। এর আগে ওই একই মামলার আসামি এলাকার কুখ্যাত ডাকাত রাজা মিয়া ও শফি মিয়াকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে গতকাল মোহনগঞ্জ এলাকায় অভিযুক্ত আসামি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনুর ফাঁসি দাবিতে এলাকাবাসি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বলে জানা গেছে। ওই সমাবেশে ইউপি মেম্বার আবুল কাশেম হত্যার আসামিদের ফাঁসির দাবি জানানো হয়েছে।
উলেখ্য , গত ১৮ আগস্ট রাতে রাজীবপুর থেকে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য আবুল কাশেমের মাথায় গুলি করে হত্যা করা হয়। এবং তার লাশ দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এতে নিহতের বড় ভাই আব্দুল আজিজ ওরফে অবিচান বাদি হয়ে দেওয়ানগঞ্জ থানায় ১১ জনের নাম উলেখ করে হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় প্রধান আসামি করা হয় একই পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনুকে। ঘটনার পর থেকেই ওই চেয়ারম্যান পলাতক ছিল।

ওই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা দেওয়ানগঞ্জ থানার এসআই নয়ন দাস জানান, মামলার অন্যতম দুই আসামি কুখ্যাত ডাকাত রাজা মিয়া ও শফি মিয়াকে গাজীপুরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে। এখন আসামি ইউপি চেয়ারম্যানকে রিমান্ড চাওয়া হবে আদালতের কাছে।
রাজীবপুরে খুনের মামলায় জেল হাজতে ইউপি চেয়ারম্যান
রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ পরিষদের জনপ্রিয় মেম্বার আবুল কাশেম (৫০) খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে একই পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনুকে। ৩১ অক্টোবর বৃহষ্পতিবার হত্যা মামলার আসামি আনোয়ার হোসেন আনু জামালপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে আসামিকে জেল হাজতে প্রেরণ করে। একই সঙ্গে চেয়ারম্যানের ছোট ভাই রুহুল আমিনকে জেল হাজতে প্রেরণ করে আদালত। এর আগে ওই একই মামলার আসামি এলাকার কুখ্যাত ডাকাত রাজা মিয়া ও শফি মিয়াকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে গতকাল মোহনগঞ্জ এলাকায় অভিযুক্ত আসামি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনুর ফাঁসি দাবিতে এলাকাবাসি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বলে জানা গেছে। ওই সমাবেশে ইউপি মেম্বার আবুল কাশেম হত্যার আসামিদের ফাঁসির দাবি জানানো হয়েছে।
উলেখ্য , গত ১৮ আগস্ট রাতে রাজীবপুর থেকে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য আবুল কাশেমের মাথায় গুলি করে হত্যা করা হয়। এবং তার লাশ দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এতে নিহতের বড় ভাই আব্দুল আজিজ ওরফে অবিচান বাদি হয়ে দেওয়ানগঞ্জ থানায় ১১ জনের নাম উলেখ করে হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় প্রধান আসামি করা হয় একই পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনুকে। ঘটনার পর থেকেই ওই চেয়ারম্যান পলাতক ছিল।
ওই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা দেওয়ানগঞ্জ থানার এসআই নয়ন দাস জানান, মামলার অন্যতম দুই আসামি কুখ্যাত ডাকাত রাজা মিয়া ও শফি মিয়াকে গাজীপুরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে। এখন আসামি ইউপি চেয়ারম্যানকে রিমান্ড চাওয়া হবে আদালতের কাছে।
