মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা : রংপুরের মিঠাপুকুরে রেঞ্জ কর্মকতাসহ ৩ জনকে মারপিট করে দুটি মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ৩১ অক্টোবর বৃহস্পতিবার ভোরে উপজেলার শালটি গোপালপুর বনবিটে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর আহত রেঞ্জ কর্মকতা আজিজুল হক ও বনরক্ষী আব্দুল মান্নানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শালটি গোপালপুর বনবিটের রেঞ্জ কর্মকতা আজিজুল হক, এফ.টি রহমত মোল্লা ও আব্দুল মান্নান বৃহস্পতিবার ভোরে গোপাল মৌজায় বন পাহারাকালে বনচোরদের কবলে পড়েন। এক পর্যায়ে বাধার মুখে ব চোররা রেঞ্জ কর্মকর্তাসহ ৩জনকেই মারপিট করে তাদের দুটি মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে। পরে তাদের উদ্ধার করে দুজনকে হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনায় বনচোরদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
