শ্যামলবাংলা স্পোর্টস : ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার জ্বরে আক্রান্ত হন সাকিব। সোমবার অনুশীলনও করেননি, বিশ্রামে ছিলেন। প্রথমে সামান্য জ্বর মনে করা হলেও জ্বর বেড়ে গেলে রাত ১০টার দিকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং জানান, রক্ত পরীক্ষায় সাকিবের ডেঙ্গুজ্বর নিশ্চিত হয়েছে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আপাতত হাসপাতালে থাকতে হবে তাকে।
২০১০ সালে নিউ জিল্যান্ডকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটের অনন্য ওই অর্জনে সবচেয়ে বড় অবদান ছিল সাকিবের। তিনি ১১ উইকেট নিয়ে ও একটি শতকসহ ২১৩ রান করে সিরিজ সেরা হয়েছিলেন।