আবুল কাশেম, বাসাইল (টাঙ্গাইল) : তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও বিরোধী দলের নেতা-কর্মীদের নির্বিচারে হত্যা গ্রেফতারের প্রতিবাদে বাসাইল উপজেলা ১৮ দলের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩১ অক্টোবর বৃহস্পতিবার শত শত বিএনপি-জামায়াত নেতা কর্মীদের অংশ গ্রহণে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে। এসময় বাসাইল-সখিপুর ও বাসাইল টাঙ্গাইল রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উপজেলা যুবদলের আহবায়ক আবুল কালাম আজাদের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মো. শফিকুল ইসলাম খান , উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল করিম অটল, পৌর বিএনপি’র সভাপতি মামুন আল জাহাঙ্গীর,
সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তুহিন প্রমুখ।