আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্নবহালের দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপি সহ-সভাপতি এবি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ওই মিছিল বের করা হয়।
বিএনপি অফিস প্রাঙ্গনে সমাবেশ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন। উপজেলা ছাত্রদল আহবায়ক মাহিবুর রহমান নাসিমের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদল সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ন আহবায় আ. আজিজ সাদেক, স্বেচ্ছা সেবক দল আহবায়ক আজিম উদ্দিন, যুগ্ন আহবায় সোহাগ, পৌর স্বেচ্ছা সেবকদল সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন, ছাত্রদল নেতা এস এম সাকিব, নাজমুল হুসাইন এডিসন, আসাদুজ্জামান জামান, দিদার আঃ রাজ্জাক, ইবনে আজাদ কমল, সাহিন, যুবদল নেতা কুদ্দুছ, সাদ্দাম, পাপ্পু প্রমুখ। পরে বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।