মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে ট্রাক মালিক ফকির মহাম্মদের উপর হামলা এবং পৌর মেয়র আহাম্মেদ আলী সহ দোষিদের গ্রেফতারের প্রতিবাদে জেলায় অনির্দিষ্টকালের বাস-ট্রাক ধর্মঘট চলছে। আজ সকাল থেকে আন্তজেলা ও দুরপালার সকল রুটে বাস ট্রাক চলাচল বন্ধ রয়েছে। সকাল সাতটার দিকে বাসস্ট্যন্ডের প্রধান সড়কে রাস্থায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বাস ও ট্রাক শ্রমিকরা। টানা ৬০ ঘন্টা হরতালের পর এই ধর্মঘটের ফলে চরম দূভোগে পড়েছে যাত্রীরা। সবজি চাষি ও ব্যাবসায়ীরা পচনশীল কাচামাল নিয়ে পড়েছে চরম বিপাকে।
উলেখ্য, মেহেরপুর জেলা থেকে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ট্রাক কাচামাল দেশের বিভিন্ন স্থানে যায়। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে জেলা বাস-ট্রাক মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়।
জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় ফকির মহাম্মদকে গাংনী হাসপাতাল বাজারে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও তার লোকজন হামলা চালায়। তাকে গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সাথে জড়িত পৌর মেয়র আহাম্মেদ আলী সহ তার অনুগত ক্যাডার বাহিনী গ্রেফতার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
এদিকে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী জানিয়েছেন, ফকির মহাম্মদকে নাশকতা সৃষ্টির অভিযোগে স্থানীয় লোকজন পিটুনি দিয়েছে।
মেহেরপুর পুলিশ সুপার নাহিদুল ইসলাম জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।