মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২টি নাইন এমএম বিদেশী পিস্তল ও গুলিভর্তি ম্যাগজিনসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। ৩০ অক্টোবর বুধবার দুপুরে র্যাব-৫ এর একটি দল ২ টি পিস্তল, ৪টি ম্যাগজিন এবং ৬ রাউন্ড তাজা গুলিসহ ইয়াকুব আলী নামে এক ব্যক্তিকে আটক করে। সে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা সদরের এছাহাক আলীর পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার মেজর শফিকের নেতৃত্বে নজিপুর থেকে নওগাঁগামী নওশী-মৌটুসী পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে মহাদেবপুরের নওহাটা মোড় সংলগ্ন স্থানে আটক করা হয়। ওই সময় বাসে অভিযান চালিয়ে ইয়াকুব আলীকে ২টি নাইন এমএম বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন এবং ৬ রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়।
