বুধবার , ৩০ অক্টোবর ২০১৩ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি’র শর্তহীন উদ্যোগ ছাড়া সংলাপ নয় : তোফায়েল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৩০, ২০১৩ ৯:৫১ অপরাহ্ণ

Tofayelশ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিরোধী দল বিএনপির শর্তহীন উদ্যোগ ছাড়া সংলাপ সম্ভব নয়। ‘আলোচনার জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি ৩০ অক্টোবর বুধবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কৃষক লীগ আয়োজিত এক সমাবেশে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, আমরা তো প্রস্তাব আগেই দিয়েছি। কেন আমরা আবার প্রস্তাব দেব ? বিরোধী দলকেই এখন নি:শর্ত প্রস্তাব দিতে হবে। নি:শর্ত আলোচনার জন্য আওয়ামী লীগ সব সময় প্রস্তুত। তবে তত্ত্বাবধায়ক নিয়ে কোনো আলোচনা হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব করা সর্বদলীয় সরকার গঠন প্রসঙ্গে তোফায়েল বলেন, সর্বদলীয় সরকার গঠন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনও আরপিও তৈরির কাজ শুরু করেছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। এখন আর বসে থাকার বা কারও জন্য অপেক্ষার সময় নেই। তিনি বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি না বুঝে বলেছিলেন ২৭ অক্টোবরের পর সরকার অবৈধ হয়ে যাবে। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত সরকারও থাকবে, সংসদও থাকবে। বিরোধী দল হরতাল প্রত্যাহার করলে ২০ জন মায়ের বুক খালি হতো না বলেও মন্তব্য করেন তিনি।
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক,  আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম,  সাংসদ এ কে এম রহমত আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা প্রমুখ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!