মোঃ আমির হোসেন আমু,দেবিদ্বার প্রতিনিধিঃ জেলার দেবিদ্বারে একদল দুষ্কৃতকারী আব্দুল আলীম (৩৫) নামের একজন সিএনজি চালিত একটি অটোরিক্সার চালককে ছুরিকাঘাত করে নির্মমভাবে খুন করে তার সিএনজি চালিত অটোরিক্সাটি ছিনিয়ে নিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে উপজেলার ফুলতলী গ্রামে। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধারপূর্বক ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকা থেকে একদল দুস্কৃতকারী তাকে ভাড়ায় নিয়ে গিয়ে তার হাত পা বেধে ছুরিকাঘাত করে লাশ ফুলতলী গ্রামের খালের পাড় ফেলে রেখে সিএনজি চালিত অটোরিক্সাটি লুটে নেয়। নিহতের ভাই বিলাল হোসেন এ ব্যাপারে দেবিদ্বার থানায় হত্যা মামলা দায়ের করেছে। নিহত সিএনজি চালক উপজেলার জাফরগঞ্জ গ্রামের ফজর আলীর পুত্র।