জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের দোয়ারায় পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় রিভলবার উদ্ধার করেছে বিজিবি। ২৯ অক্টোবর মঙ্গলবার ভোরে উপজেলার ভোগলা সীমান্ত এলাকা থেকে ওই রিভলবারটি উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৮ ব্যাটলিয়ানের জোয়ানরা অভিযান চালিয়ে ভোগলা সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করে। এ ব্যাপারে সুনামগঞ্জ বিজিবি-৮ অঞ্চলের উপ-পরিচালক হাসান আলী রিভলবার উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন।