মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরে পৃথক ঘটনায় গুলিভর্তি অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ ৩ বিএনপি কর্মী আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৯, ২০১৩ ৯:৫৮ অপরাহ্ণ

picture 29.10.13ইয়ানুর রহমান, যশোর : যশোরে পৃথক ঘটনায় গুলিভর্তি অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্যসহ ৩ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
গুলিভর্তি অস্ত্রসহ শরিফ হোসেন (৩০) নামে এক বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয় স্থানীয় শংকরপুর এলাকা থেকে। আটক শরিফ শংকরপুরের পশু হাসপাতাল এলাকার জালালের পুত্র। যশোর মডেল থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শংকরপুরের পশু হাসপাতাল এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ শরিফ হোসেন (৩০)কে আটক করা হয়।
অপরদিকে বিএপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৬০ ঘন্টা হরতালের শেষ দিনে বেনাপোলের কাগজপুকুর এলাকা থেকে এক কেজি বিস্ফোরক দ্রব্যসহ ২ বিএনপি কর্মীকে আটক করে পোর্ট থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে ঝিকরগাছা থানার পানিসারা গ্রামের আব্দুল সর্দারের ছেলে জাহিদুল  ইসলাম (২২) ও আশিংড়ী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২২)। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বেনাপোল বন্দর থানার ওসি কায়ুম আলী সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় কাগজ পুকুর এলাকার একটি বাড়ি থেকে দুইজন ছেলে বিপুল পরিমানের বিস্ফোরক দ্রব্য নিয়ে ইজিবাইক যোগে যশোর অভিমুখে যাচ্ছিল- এ ধরণের সংবাদের ভিত্তিতে এসআই আশরাফুল ও এএসআই রফিকের নেতৃত্বে পুলিশ সদস্যরা কাগজপুকুর তনিমা ফিলিং স্টেশনের সামনে থেকে বিস্ফোরক দ্রব্যসহ তাদের আটক করে। ওই সময় তাদের কাছ থেকে এক কেজি বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। তিনি আরও জানান, ২ জনই বিএনপি কর্মী এবং ওই বিস্ফোরক দ্রব্য কাগজপুকুর এলাকার আরিফের কাছ থেকে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এস আই আশরাফুল জানান, নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এরা বিস্ফোরক দ্রব্যের মজুদ গড়ছে কিনা তা খতিয়ে দেখা হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!