মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে ৬৫ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের একটি শিবমূতি উদ্ধার করেছে বিজিবি। ২৮ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার শ্যামপুর গ্রামের রেজাউল ইসলামের বাড়ির ঘরের ভিতরের চৌকির নিচ থেকে প্যাকেট করা অবস্থায় ওই শিবমূর্তি উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ বিজিবি-৪৩ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে মহাদেবপুর ইউএনও আমিনুর রহমানের উপস্থিতিতে ওই মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মূর্তিটি উদ্ধারের সময় রেজাউল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃত মূর্তিটির মূল্য আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
