নওগাঁ সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে হরতালের শেষ দিনেও গাড়ী ভাংচুর করে হরতাল সমর্থকরা। ২৯ অক্টোবার মঙ্গলবার সকাল ৬টা থেকে উপজেলার আহসান গঞ্জ হাট,সাবরেজিষ্ট্রি অফিস,আহসান গঞ্জ রেল ষ্ট্রেশান চত্বর ও আত্রাই ডিগ্রী কলেজসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং করে ১৮ দলের কর্মীরা। ওই সময় পিকেটাররা সড়ক অবরোধ করে এবং আত্রাই ডিগ্রী কলেজের সম্মুখে আত্রাই-নওগাঁ সড়কে একটি ট্রাক ভাংচুর করে এবং উপজেলার বিভিন্ন পয়েন্টে মিছিল করে। মিছিল শেষে রেল ষ্টেশন তিন মাথা মোড়ে একটি পথ সভা করে।
পথ সভায় বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু, সাধারন সম্পাদক এমদাদুল হক পিন্টু,সিনিয়র সহ-সভাপতিও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম,বীর মুক্তি যোদ্ধা আব্দুল মান্নান, এসএম ফারুখ বকত্,আব্দুল জলিল চকলেট, স্বেচছা সেবক দলের আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক আল-আমিন,যুবদলের সভাপতি শেখ একরামুল বারী রন্জু,সাধারন সম্পাদক পারভেজ ইকবাল, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এসএমমন্জুরুল আলম মুন্জু, থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির রতন প্রমুখ।
