ঝালকাঠি সংবাদদাতাঃ- ঝালকাঠি জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) অন্যতম নেতা, কীর্ত্তিপাশার কমলিকান্দর নবীন চন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের প্রথম সারির নেতা কমরেড দিলীপ সেনগুপ্ত (৬১) সোমবার রাত পৌনে চারটায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। তিনি এক মেয়ে রেখে গেছেন। কীর্ত্তিপাশার পারিবারিক শ্মশানে মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক মন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আলহাজ্ব খান সাইফুলাহ পনীর শোক প্রকাশ করেছেন। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, সিপিবি, ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পী গোষ্ঠী, অনির্বান শিল্পী গোষ্ঠী, জেলা পূজা উদযাপন পরিষদ, সূর্যালোক ট্রাস্ট কচুয়া সূর্য্য তরুন ক্রীড়া সংঘ ও পাঠাগারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।