চুয়াডাঙ্গা সংবাদদাতা : সীমান্তে শিশু-নারী পাচার ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক চোরাচালান প্রতিরোধে চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনস্থ ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল পরিচালিত হয়েছে।
২৮ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সীমান্তের ৬১ নং মেইন পিলার থেকে ৬২ নং মেইন পিলার পর্যন্ত ৩ কিলোমিটার যৌথ টহল দিয় বিজিবি ও বিএসএফ। এতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটেলিয়ানের বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর ক্যা¤েপর কো¤পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের ও ভারতের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার ১৭৩ ব্যাটেলিয়ানের ফতেপুর বিএসএফ ক্যা¤পের কো¤পানি কমান্ডার ইন্সপেক্টর রমেশ চন্দ্র। এছাড়া যৌথ টহলে বাংলাদেশের পক্ষে ৮ জন এবং ভারতের পক্ষে ১০ জন জোয়ান অংশ নেন।
এদিকে পৃথক অভিযানে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদনীপুর-নতুনপাড়া সীমান্ত থেকে বিজিবি ৭শ ২৫ বোতল ফেনসিডিল ও ৩০ বোতল ভারতীয় মদসহ একটি পাওয়ার ট্রলি আটক করেছে। আটককৃত ওইসব মাদকের মূল্য ৫ লক্ষ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, জীবননগর বেনীপুর বিজিবি ক্যা¤েপর কমান্ডার হাবিলদার মিজানুর রহমান ২৮ অক্টোবর সোমবার সকাল ৬টায় সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে মেদেনীপুর সীমান্তের রাস্তার পাশে ঝোঁপে ওৎপেতে ছিলেন। ওইসময় সীমান্ত থেকে ছেড়ে আসা একটি পাওয়ার ট্রলি চ্যালেঞ্জ করলে চালকসহ ৩জন পালিয়ে যায়। ট্রলি তল্লাশি করে ৭শ’ ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মালের মূল্য ৪ লক্ষ ৫৫ হাজার টাকা।
অপরদিকে ভোর ৪টায় দামুড়হুদার ফুলবাড়ী ক্যা¤েপর কমান্ডার হাবিলদার তরিকুল ইসলাম নতুনপাড়ার সীমান্তে টহল দেওয়ার সময় ২জন চোরাচালানীকে চ্যালেঞ্জ করে। ওই সময় তারা ২টি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার মূল্য ৪৫ হাজার টাকা।