মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৯, ২০১৩ ১১:১৪ পূর্বাহ্ণ

Mitingমোহাম্মদ আরমান মিয়া, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম নজরুল ইসলাম, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আশরাফী মেহেদী হাসান, তাছলিমা রহমান লাভলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু ইউসুফ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খানম, নির্বাচন কর্মকর্তা মো. জহুরুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নওশের আলী, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, মোঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন দেওয়ানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় কালীগঞ্জের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি সুন্দর রাখতে ও হরতালে বাইপাসসহ গুরুত্বপূর্ণ স্থানে নাশকতা না করতে পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. নাজমুল হক ভূইয়াকে অনুরোধ জানান। পরে রেজি. ও ড্রাইভিং লাইসেন্স বিহীন সকল হোন্ডা গাড়ী ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তাব করলে পৌরসভা ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণকে ব্যাপক মাইকিং করে গাড়ীর রেজি. ও ড্রাইভিং লাইসেন্স গ্র্রহনের বিষয়টি সবাইকে জানাতে বলা হয়। ৭ নভেম্বর থেকে গাড়ীর রেজি. ও ড্রাইভিং লাইসেন্স বিহীন সকল হোন্ডা গাড়ী ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ মাঠে কাজ করবে। সবশেষে উপজেলা প্রশাসন স্থানীয় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ জানান।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!